‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
মঙ্গলবার

২৪ ডিসেম্বর ২০১৯

৬:৩১:০২ AM
996043

কাশ্মীরে ‘ভারতীয় বর্বরতা’র বিরুদ্ধে পাকিস্তানে গণবিক্ষোভ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ‘ব্যাপক বর্বরতার’ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রোববার) বিক্ষোভকারীরা রাজধানীর রাস্তায় নেমে আসেন এবং তারা ভারতীয় বাহিনীর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানান।

(ABNA24.com) বিক্ষোভকারীরা তাদের ভাষায় বলেন, গত ৫ আগস্ট নরেন্দ্র মোদি সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে অচলাবস্থায় ফেলে দেয়ার পর সেখানে ভারতীয় বাহিনী হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতন চালাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে- ক্ষুব্ধ কাশ্মীরবাসীর প্রতিবাদের কারণে ভারত সরকার যে ব্যবস্থা নিয়েছে তাতে সেখানে স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। লাখ লাখ কাশ্মীরবাসী যোগাযোগ ব্যবস্থার বাইরে রয়েছে। কাশ্মীরিদের বিক্ষোভ-প্রতিবাদ ঠেকাতে নয়াদিল্লি এ ব্যবস্থা নিয়েছে বলে জানা যাচ্ছে।

৫ আগস্টের পর থেকে নয়াদিল্লি এ পর্যন্ত জম্মু-কাশ্মীরে যেসব সেনা মোতায়েন করেছে তাতে সেখানকার মোতায়েনকৃত সেনা সংখ্যা দাঁড়িয়েছে নয় লাখে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশ জামায়াতে ইসলামীর প্রধান অধ্যাপক সিরাজুল হক-সহ অনেক রাজনৈতিক নেতা বক্তব্য রাখেন।

...........
340