‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
রবিবার

৫ জানুয়ারী ২০২০

৭:৩৩:১৭ AM
999412

মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি অবসানের প্রক্রিয়া শুরু হলো: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের মাধ্যমে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি অবসানের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি জেনারেল সোলাইমানিকে এ অঞ্চলে মার্কিন কৌশলগত পরাজয়ের স্বপ্নদ্রষ্টা বলে উল্লেখ করেছেন।

(ABNA24.com) শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর বিমান হামলায় আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন।

জেনারেল সালামি শনিবার তেহরানে আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইআরজিসি নিশ্চিতভাবে আমেরিকার কাছ থেকে এই হত্যাকাণ্ডের বেদনাদায়ক ও অনুতাপ-সৃষ্টিকারী প্রতিশোধ গ্রহণ করবে।

আইআরজিসি’র চিফ-অব-স্টাফ বলেন, মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে আমেরিকা দায়েশ (আইএস) নামের যে উগ্র জঙ্গি গোষ্ঠীকে ছড়িয়ে দিয়েছিল জেনারেল সোলাইমানি সঠিক কর্মকৌশল প্রণয়ন করে সেই গোষ্ঠীর মূলোৎপাটন করতে সক্ষম হন।

আমেরিকাকে মুসলিম উম্মাহর শত্রু হিসেবে উল্লেখ করে দেশটির মিত্রদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জেনারেল সালামি বলেন, এসব দেশের উচিত আমেরিকার ইসলাম-বিদ্বেষী তৎপরতায় প্রকাশ্যে বা গোপনে সহযোগিতা না করা। তা না হলে তাদেরকে আমেরিকার অপরাধী কর্মকাণ্ডের দায় বহন করার পাশাপাশি তার জন্য খেসারত দিতে হবে। আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতির অবসানের পর এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসবে।

...........
340

(ABNA24.com)