বেহেশতের সর্দার

  • বেহেশতের সর্দার : ইমাম হুসাইন (আ.)

    বেহেশতের সর্দার : ইমাম হুসাইন (আ.)

    বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র,আমিরুল মুমিনীন আলী (আ.) ও নারী জাতির আদর্শ হযরত ফাতেমা (সা.আ.)-এর দ্বিতীয় পুত্র ইমাম হুসাইন (আ.) চতুর্থ হিজরীর পবিত্র ৩ শাবান বেলায়েত ও অহী অবতরণের গৃহে জন্ম গ্রহণ করেন/তাঁর পবিত্র শুভ জন্মবার্ষিকীতে সকলের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা।