আহলে বাইত (আ.)-এর আনন্দ উৎসবে মাজার সাজ-সজ্জার প্রথা অনুযায়ী ২৫শে রজব প্রিয় নবীজি হযরত মুহাম্মাদ (সা.আ.)-এর গৌরবান্বিত অভিষেক দিবসে হযরত মাসুমা (সা.আ.)-এর মাজার ফুল দিয়ে সাজানো হয়।
হযরত মুহাম্মাদ (সা.আ.)-এর অভিষেক দিবসে ইমাম রেযা (আ.)-এর মাজারের পতাকা ও শুভেচ্ছাময় ব্যানার টানানো হচ্ছে।