১ এপ্রিল ২০২৩ - ১২:৫৭
ইরানের ৪৪তম ইসলামী প্রজাতন্ত্র দিবস আজ

ইরানের ৪৪তম ইসলামী প্রজাতন্ত্র দিবস আজ। ফার্সি ১২ ফারভারদিন বা পহেলা এপ্রিল ইরানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণার দিন।

ইরানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। ১৯৭৯ সালে হযরত ইমাম খোমেনী (রহ) এর নেতৃত্বে ইসলামী বিপ্লব বিজয়ের মাত্র দুই মাস পর গণভোটের মাধ্যমে ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দিয়েছিলেন।

জনগণ ইসলামী প্রজাতন্ত্র চায় কি না জানতে চেয়ে এই গণভোটের আয়োজন করা হয়। এতে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে ৯৮ দশমিক ২ শতাংশ ভোট পড়েছিল।

এই গণরায়ের মধ্য দিয়ে ইরানে মার্কিন মদদপুষ্ট রাজতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়া হয় এবং ইরানের জনগণ রাজতন্ত্রকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করে।  এর ফলে ইরানে নিষিদ্ধ হয় মানব-রচিত মতাদর্শভিত্তিক সব ধরনের শাসন-ব্যবস্থা।
৪৩ বছর পরও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি ইরানী জনগণের সে অটুট আনুগত্য অব্যাহত রয়েছে।#

342/