যেসব কাফেলা জিয়ারতের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছে সেইসব কাফেলার কেবল এক তৃতীয়াংশ সদস্য সৌদি সরকারের সৃষ্ট নানা সীমাবদ্ধতার কারণে মহানবীর (সা) রওজাপাক জিয়ারতের সুযোগ পাচ্ছেন।
পার্স-টুডের এক রিপোর্টে বলা হয়েছে, মহানবীর (সা) রওজার কর্তৃপক্ষ সীমিত সংখ্যক ব্যক্তির জন্য জিয়ারতের অনুমতি দেয়ার এবং এক্ষেত্রে ইন্টারনেট সাইটে নাম নিবন্ধন ও সিরিয়াল নেয়ার পদ্ধতি চালু করেছে; অথচ বেশিরভাগ দিনই জিয়ারতের জন্য নাম নিবন্ধনের সাইট বা পেইজে মুক্ত সময় পাওয়া যাচ্ছে না।
মসজিদুন্নববিতে মহানবীর (সা) রওজা জিয়ারতের ক্ষেত্রে পাকিস্তান, ভারত, মালয়েশিয়া ও ইরানসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের বেলায় এই সমস্যা বেশি দেখা যায়। তারা এই মহা-পবিত্র স্থান জিয়ারতের আশায় প্রতিদিন মসজিদে নববীর (সা) দরজাগুলোর পেছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকছেন। অথচ ইরান ও ইরাকসহ বিভিন্ন দেশে জিয়ারত-কেন্দ্র বা পবিত্র স্থানগুলোতে যেমন মহানবীর (সা) পবিত্র আহলে বাইতের সদস্যদের মাজারে যে কেউ যে কোনো সময় সহজেই জিয়ারত করতে পারছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ওআইসি বা ইসলামী সহযোগিতা সংস্থায় এ সমস্যা সমাধানের জন্য প্রস্তাব তোলা উচিত যাতে মুসলমানরা মহানবীর রওজা শরিফ কোনো সীমাবদ্ধতা ছাড়াই সহজেই জিয়ারত করতে পারেন। #
Your Comment