৩১ মার্চ ২০২৫ - ০১:০৪
Source: Parstoday
আমেরিকার এক সপ্তাহের আমলনামা: ফিলিস্তিনপন্থীদের দমন থেকে শুরু করে গ্রিনল্যান্ড দখলের হুংকার

পার্সটুডে- মার্কিন সরকারে ইলন মাস্কের ব্যাপক ক্ষমতা এবং সরকারি কর্মচারীদের বরখাস্ত করার পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

ইলন মাস্কের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপে বিক্ষোভ, গ্রিনল্যান্ড দখলের জন্য মার্কিন সরকারের সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা, ফিলিস্তিনকে সমর্থন করার জন্য আমেরিকায় একজন ডাক্তারকে বহিষ্কার এবং শিক্ষার্থীদের ভয় দেখানো ও দমনে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের সমালোচনা- আমেরিকা সংক্রান্ত এইসব সাম্প্রতিক ঘটনা নিয়েই সাজানো হয়েছে আজকের প্রতিবেদন। সংক্ষেপে জেনে নিন সব ঘটনা।

আমেরিকা ও ইউরোপের বিক্ষোভকারীরা ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ করেছে

মার্কিন ধনকুবের ইলন মাস্কের ব্যাপক ক্ষমতা এবং ফেডারেল সরকারি সংস্থাগুলোর কর্মীদের বরখাস্তের বিরুদ্ধে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং কিছু ইউরোপীয় শহরে বিক্ষোভ হয়েছে। ইলন মাস্কের মালিকানাধীন টেসলা গাড়ির শোরুম এবং প্রতিনিধিদের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বহু মানুষ। বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল- "মাস্ক আমাদের টাকা চুরি করছে" এবং "আমাদের দেশ নিজেদের কাছে ফিরিয়ে নিতে হবে।"

কিছু বিক্ষোভকারী মাস্ক পরিচালিত মার্কিন সরকারের দক্ষতা বিষয়ক দপ্তর বন্ধ করারও আহ্বান জানিয়েছেন। আমেরিকার সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে মাস্ক সম্প্রতি সরকারি কর্মচারীদের ছাঁটাইয়ের কাজ শুরু করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত ও ৪ জন আহত

আমেরিকা ঘোষণা করেছে, ওয়াশিংটনের টাকোমায় একটি পার্টিতে গুলির ঘটনায় দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহতদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গুলিতে আশেপাশের বাড়িঘর এবং গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দুক সহিংসতা বিষয়ক আর্কাইভ (জিভিএ) এর আগে ঘোষণা করেছে, ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪২ হাজারের বেশি মানুষ আগ্নেয়াস্ত্রের গুলিতে এবং চাকুর মতো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে।

গ্রিনল্যান্ড দখলের জন্য মার্কিন সরকারের সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা

এনবিসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শতভাগ নিশ্চয়তা দিয়ে বলেছেন, গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে, তবে এ জন্য সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। ট্রাম্প বলেন, "সামরিক শক্তি ব্যবহার ছাড়াই গ্রিনল্যান্ড আমাদের দখলে নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে, তবে দ্বীপটি অধিগ্রহণের জন্য কোনও পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না এবং কোনও বিকল্পই বাদ দেব না।" ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের কর্মকর্তারা বারবারই ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, গ্রিনল্যান্ড দ্বীপটি বিক্রির জন্য নয় এবং এটা কখনোই আমেরিকার অংশ হবে না।

ইহুদিবাদ বিরোধী পোস্ট দেওয়ায় মার্কিন ডাক্তার বরখাস্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মাউন্ট সিনাই হাসপাতালের চিকিৎসক লায়লা আব্বাসিকে বরখাস্ত করা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে পোস্ট দিয়েছিলেন তিনি। গাজায় নির্মমভাবে শিশু হত্যার সমালোচনা করে পোস্ট দেওয়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। শনিবার মাউন্ট সিনাই হাসপাতালের একজন মুখপাত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট পত্রিকা জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় হামাস এবং লেবাননের হিজবুল্লাহর সমর্থনে পোস্ট দেওয়ায় ঐ ডাক্তারকে বরখাস্ত করা হয়েছে। আব্বাসি তার এক পোস্টে লিখেছেন: "হামাস এবং হিজবুল্লাহ দীর্ঘজীবী হোক।" তিনি ইসরাইলি সেনাবাহিনীকে "তাগুতি শক্তি" বলে অভিহিত করে "শিশু হত্যার" জন্য দখলদার ইসরাইলের সমালোচনাও করেছেন।

ট্রাম্প প্রশাসন ভয় দেখিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ দমন করার চেষ্টা করছে: মার্কিন আইনপ্রণেতা

মার্কিন আইনপ্রণেতা আয়ান্না সুইনি-প্রেসলি সেদেশের ম্যাসাচুসেটসের সামারভিলে ফিলিস্তিনের সমর্থক ছাত্রী রুমিসা ওস্তুর্ক-কে গ্রেপ্তারের তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে বিক্ষোভ দমন করার জন্য অভিযুক্ত করেছেন। বন্ধুদের সাথে ইফতার করতে গেল মঙ্গলবার সামারভিলের বাসা থেকে বের হন রুমিসা ওস্তুর্ক। হঠাৎই তাকে ঘিরে ধরে বেশ কয়েকজন লোক। প্রত্যেকে ছিলেন মুখোশ পরিহিত। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন তার হিজাব খোলারও চেষ্টা করেন। এক পর্যায়ে, রুমিসাকে হাত পেছনে নিয়ে পড়ানো হয় হ্যান্ডকাফ। আশপাশ থেকে আসেন আরো কয়েকজন। এরপর এই শিক্ষার্থীকে তোলা হয় গাড়িতে। পরে জানানো হয় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছেন। আটক হওয়া রুমিসা ওস্তুর্ক তুরস্ক থেকে সেদেশে পড়তে গেছেন, টাফস ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী তিনি। বাতিল করা হয়েছে রুমিসার ভিসা। গাজায় চলমান ইসরাইলি তাণ্ডবের প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ার কারণে তার বিরুদ্ধে এমন অন্যায় পদক্ষেপ। এ ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।‌ সাদা পোশাকে শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনাকে ফ্যাসিস্ট আচরণ বলে আখ্যা দেওয়া হচ্ছে। তাদের দাবি, রুমিসার দ্রুত মুক্তি। এরই মাঝে পিটিশন দাখিল করা হয়েছে আদালতে। এর আগে ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতার করে ট্রাম্প প্রশাসন। তা নিয়েও যুক্তরাষ্ট্রে চলে তোলপাড়।#

342/

Your Comment

You are replying to: .
captcha