২৮ এপ্রিল ২০২৫ - ২৩:০৫
Source: Parstoday
ইরানের পরমাণু কূটনীতির প্রতি আইএইএ'র সমর্থন

পার্সটুডে-আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রাখার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

পার্সটুডে আরও জানায়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি রোববার সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সাথে টেলিফোনে কথা বলেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা এগিয়ে নিতে সহায়তা করার জন্য সংস্থার প্রস্তুতির ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।

ফোনালাপে গ্রোসি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রাখার বিষয়টিকে স্বাগত জানান এবং এই প্রক্রিয়ায় যে-কোনো সহায়তা প্রদানের জন্য সংস্থাটির প্রস্তুতির কথা ঘোষণা করেন। তিনি এই প্রতিষ্ঠানের আইনি কর্তব্য অনুসারে পারমাণবিক আলোচনা সহজতর করার ক্ষেত্রে সংস্থাটির ভূমিকার উপর জোর দেন।

এই টেলিফোন কথোপকথনে, সাইয়্যেদ আব্বাস আরাকচি আন্তর্জাতিক বাধ্যবাধকতার কাঠামোর মধ্যে এজেন্সির সাথে ইরানের অব্যাহত সহযোগিতার ওপর জোর দেন। সেইসাথে পরমাণু বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এর প্রতি ইরানের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন।

আরাকচিও আইএইএকে প্রযুক্তিগত ও পেশাদারিত্বের মাধ্যমে অবশিষ্ট সুরক্ষা সমস্যাগুলি দ্রুত সমাধানের আহ্বান জানান। এর পাশাপাশি ইরান-মার্কিন আলোচনার সাথে সম্পর্কিত সর্বশেষ উন্নয়ন সম্পর্কেও গ্রোসিকে অবহিত করেন।#

342/

Your Comment

You are replying to: .
captcha