২১ নভেম্বর ২০২৫ - ০৯:৪৫
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নতুন করে ইসরায়েলের রক্তঝড়।

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল হামলা চালিয়েছে, এতে অন্তত ‘২৮ জন’ নিহত এবং কমপক্ষে ‘৭৭ জন’ আহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যে জানা গেছে, এসব হামলায় এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় একশ’ ফিলিস্তিনি।




হামলার মূল লক্ষ্য ছিল দক্ষিণ ও মধ্য গাজা। গাজা সিটির জেইতুন এলাকায় এক পরিবারের ওপর চালানো হামলায় কমপক্ষে ১০ জন নিহত হন।


এ ছাড়া খান ইউনিসের কাছে আল-মাওয়াসি শরণার্থী কেন্দ্র এবং গাজা সিটির শুজাইয়া অঞ্চলেও আঘাত হানে ইসরায়েলি বাহিনী।


তেলআবিব দাবি করেছে, খান ইউনিসে আইডিএফ সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর পর হামাস যোদ্ধাদের আশ্রয়স্থলকে টার্গেট করে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তবে যুদ্ধবিরতি ভঙ্গ করার অভিযোগ তুলে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস।

এর আগের দিন লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও আক্রমণ চালায় ইসরায়েলি সেনারা। আল-জাজিরার তদন্তে উঠে এসেছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৩৯৩ বার এ চুক্তি লঙ্ঘন করেছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha