২৮ ডিসেম্বর ২০২৫ - ১১:২৭
ইসরায়েলের আগ্রাসন: গাজায় চিকিৎসাসেবা ব্যাহত, তীব্র জ্বালানিসংকট

তীব্র জ্বালানিসংকটের কারণে ফিলিস্তিনের গাজার গুরুত্বপূর্ণ একটি হাসপাতালের একাধিক সেবা স্থগিত করা হয়েছে/গাজা উপত্যকাটিতে মানবিক সংকট আরও বাড়তে পারে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দুই বছরের বেশি সময় ধরে ইসরায়েলি নির্বিচার হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।




নুসেইরাত জেলায় অবস্থিত আল-আওদা হাসপাতালে প্রায় ৬০ জন ভর্তি রোগীর চিকিৎসা করা হচ্ছে। প্রতিদিন অন্তত এক হাজার রোগী সেখানে চিকিৎসা নিতে আসে। হাসপাতাল পরিচালনার সঙ্গে যুক্ত জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদ মেহান্না বলেন, জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানিসংকটের কারণে বেশির ভাগ সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। শুধু জরুরি, প্রসূতি ও শিশু বিভাগের মতো অত্যাবশ্যকীয় বিভাগগুলো চালু আছে।

স্বাভাবিক পরিস্থিতিতে হাসপাতালটিতে প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২০০ লিটার ডিজেল ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে তাদের কাছে মাত্র ৮০০ লিটার জ্বালানি আছে।

১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে এরপর ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তিভঙ্গের অভিযোগ করে আসছে। যুদ্ধবিরতি সত্ত্বেও উপত্যকাটি তীব্র মানবিক সংকটে ভুগছে।

যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪১১ ফিলিস্তিনি নিহত ও ১ হাজার ১১২ জন আহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা বলা হয়েছে। কিন্তু জাতিসংঘ এবং বিভিন্ন বেসরকারি সরকারি সংস্থার মতে, বর্তমানে প্রতিদিন মাত্র ১০০ থেকে ৩০০ ট্রাক ত্রাণ নিয়ে প্রবেশ করতে পারছে।

যুদ্ধ চলাকালে ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন হাসপাতালে ও চিকিৎসাকেন্দ্রে নিয়মিত হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস বর্তমানে গাজার ২ হাজার ৩০০টি হাসপাতালের প্রায় এক-তৃতীয়াংশ শয্যা পরিচালনা করছে।

এ ছাড়া গুরুতর অপুষ্টিতে ভুগছে, এমন শিশুদের জন্য পাঁচটি কেন্দ্রে সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গতকাল পর্যন্ত গাজায় ৭০ হাজার ৯৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

Tags

Your Comment

You are replying to: .
captcha