২১ সেপ্টেম্বর ২০১৩ - ২০:৩০
ফ্রান্সে পর্দানশীন স্ত্রীর সম্মান রক্ষার লড়াইয়ে যুবকের কারাদণ্ড

পর্দানশীন বা হিজাব পরিহিতা স্ত্রীকে পুলিশের শারীরিক তল্লাশির অবমাননা থেকে রক্ষা করার চেষ্টার দায়ে ফ্রান্সের আদালত দেশটির একজন মুসলিম যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ও এক হাজার ইউরো জরিমানা করেছে।

বার্তা সংস্থা আবনা : পর্দানশীন বা হিজাব পরিহিতা স্ত্রীকে পুলিশের শারীরিক তল্লাশির অবমাননা থেকে রক্ষা করার চেষ্টার দায়ে ফ্রান্সের আদালত দেশটির একজন মুসলিম যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ও এক হাজার ইউরো জরিমানা করেছে।

ভার্সাইয়ের একটি আদালত মিশেল খিরি নামের ২১ বছর বয়সী এই যুবককে গতকাল (শুক্রবার) ওই কারাদণ্ড দেয়ার কথা ঘোষণা করে।

ওই আদালত বলেছে, মিশেল খিরি তার স্ত্রীর শরীরে দৈহিক তল্লাশি চালাতে উদ্যত পুলিশকে বাধা দিয়ে আইন বাস্তবায়নের ক্ষেত্রে অন্যায় প্রতিক্রিয়া দেখিয়েছেন।

ট্র্যাপস শহরের পুলিশ এক রিপোর্টে বলেছে, মিশেল পুলিশের ওপর হামলা চালায় যদিও অতীতে পুলিশের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়ার কোনো রেকর্ড তার ছিল না।

ফরাসি মুসলিম মিশেল বলেছেন, ধর্মে বিশ্বাসী যে কোনো ব্যক্তি নিজ ধর্মীয় বিধানের আলোকে আচরণ করার অধিকার রাখেন।

গত জুলাই মাসে ফরাসি পুলিশ উত্তর ফ্রান্সের ট্র্যাপস শহরে মুসলিম যুবক মিশেলের পর্দানশীন বা হিজাব পরিহিতা স্ত্রীর ওপর দৈহিক তল্লাশি চালাতে চাইলে তার স্বামীর পক্ষ থেকে বাধার মুখোমুখি হয়। পুলিশ তাদের এই অশালীন কাজে বাধা দেয়ায় ও এর প্রতিবাদ করায় মিশেলকে সে সময় গ্রেফতার করে। আর ওই ঘটনার প্রতিবাদে প্রায় ২০০ ব্যক্তি ট্র্যাপস শহরের পুলিশ দপ্তরের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশের হস্তক্ষেপের ফলে সেখানে সংঘর্ষ বেধে যায় ও তা কয়েক ঘণ্টা পর্যন্ত অব্যাহত ছিল।

ফরাসি সরকার দেশে দেশে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের সমর্থক বলে দাবি করে থাকে।