‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৫ ফেব্রুয়ারী ২০২৩

৫:৪৫:৪৭ PM
1343861

ইরানের দোষে ভিয়েনায় পরমাণু আলোচনা বন্ধ হয়নি: বাকেরি

পাশ্চাত্যের সঙ্গে পরমাণু আলোচনায় ইরানের আলোচক দলের প্রধান ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ভিয়েনা সংলাপে ইরান এমন কোনো দোষ করেনি যার কারণে ওই আলোচনা বন্ধ রয়েছে।

তিনি পরমাণু সমঝোতা পুনর্বহালের সংলাপ আবার শুরু করার ব্যাপারে তেহরানের প্রস্তুতিও ঘোষণা করেছেন।

ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের এ অবস্থান তুলে ধরেন উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি।

তিনি বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই পরমাণু সমঝোতা পুনর্বহালের উদ্যোগ নেয় এবং তেহরানের পক্ষ থেকে এ প্রচেষ্টা এখন পর্যন্ত চলমান রয়েছে। কানি বলেন, ইরান তার জনগণের জাতীয় স্বার্থ ও রেড লাইনগুলো রক্ষা করে আলোচনা চালিয়ে যেতে বদ্ধপরিকর।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা ২০১৮ সালের মে মাসে একতরফাভাবে বেরিয়ে যায়।এরপর এটি আবার কার্যকর করার লক্ষ্যে ২০২১ সালের মার্চ মাসে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় বসে ইরান। কিন্তু ২০২২ সালের আগস্টে এই আলোচনা স্থগিত হয়ে যায়।দীর্ঘ আলোচনার পর এই অচলাবস্থার জন্য ইরান ও পাশ্চাত্য পরস্পরকে অভিযুক্ত করে। গত সেপ্টেম্বরে ইরানে পশ্চিমা মদদে দাঙ্গা ও সহিংসতা শুরু হলে আমেরিকা ঘোষণা করে, দেশটি এখন আর পরমাণু সমঝোতাকে গুরুত্ব দিচ্ছে না। তবে ইরানি কর্মকর্তারা সব সময় বলে এসেছেন, তারা আলোচনা হ্যাগ করেননি।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, তার দেশ পরমাণু আলোচনায় ফিরে যেতে বদ্ধপরিকর যদিও দেশের ভাগ্য এই আলোচনার সঙ্গে জড়িত নেই।#

342/