‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৭ ফেব্রুয়ারী ২০২৩

৫:১১:৪৮ PM
1344456

‘ইরান থেকে প্রতিরক্ষা সামগ্রী কিনতে বহু দেশ লাইনে রয়েছে’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিপস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, তার দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য বিশ্বের বহু দেশ অপেক্ষায় রয়েছে।

আজ (মঙ্গলবার) সকালে ইসলামী বিপ্লবের মহান নেতা মরহুম ইমাম খোমেনীর পবিত্র মাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ও কর্মকর্তারা নতুন করে ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনীর আদর্শের প্রতি আনুগত্যের শপথ নেন।

অনুষ্ঠানের জেনারেল বাকেরি বলেন, “আজকের দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা শক্তি এবং যুদ্ধ-ক্ষমতা এত বেশি উর্বর যে, আমরা নিজেরাই আমাদের প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের শতকরা ৯০ ভাগ উৎপাদন করছি এবং আমাদের এই সমস্ত প্রতিরক্ষা সরঞ্জাম বিভিন্ন দেশ কেনার জন্য অনুরোধ করছে।” শত্রু বাহিনীর যেকোনো হামলার কঠোর জবাব দেয়ার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রস্তুতিরও প্রশংসা করেন জেনারেল বাকেরি।

তিনি বলেন, “আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর হুমকির সৃষ্টির কোনো সুযোগই দেয় না; তারপরেও যদি এক শতাংশ হুমকি সৃষ্টি করে তাহলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের সমস্ত সুযোগ সুবিধা ও সরঞ্জাম নিয়ে সম্পূর্ণভাবে সজাগ এবং সতর্ক রয়েছে। শত্রুর সঙ্গে হাইব্রিড যুদ্ধে সশস্ত্র বাহিনী সমস্ত শক্তি নিয়ে ইরানি কর্মকর্তা ও জনগণের পাশে থাকবে এবং শত্রুদেরকে সফল হতে দেবে না বলেও তিনি উল্লেখ করেন।#


342/