‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১০ ফেব্রুয়ারী ২০২৩

৮:২৬:২০ PM
1345288

ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজ করেছে বহু গবেষণা কেন্দ্র, কিন্তু লাভ হয়নি: আয়াতুল্লাহ খাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়েদ আহমাদ খাতামি বলেছেন, ইসলামি বিপ্লবের পর আমেরিকা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য বহু গবেষণা কেন্দ্রকে কাজে লাগিয়েছে, কিন্তু আল্লাহর রহমতে সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়ে গেছে।

তিনি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় ইসলামি বিপ্লব বিজয়ের বার্ষিকীর প্রতি ইঙ্গিত করে বলেন, আল্লাহর ইচ্ছায় ইরানে রাজতন্ত্রের পতন ঘটে। ইসলামি বিপ্লবের আগে ইরানে যারা ক্ষমতায় ছিলেন তারা স্বাধীনতা ও ধর্মের বিরোধী ছিলেন। তাদের কর্মসূচিই ছিল স্বাধীনতা ও ধর্মের বিরোধিতা করা।

আয়াতুল্লাহ খাতামি বলেন, রাজতন্ত্রের পতনের পর ইসলামি বিপ্লবী ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি। কিন্তু গত ৪৪ বছর ধরেই তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছে বিপ্লবী ইরান।

আগামীকাল ইরানে ইসলামি বিপ্লবের ৪৫তম বিজয় দিবস উদযাপিত হবে। এ উপলক্ষে তিনি সবাইকে আগামীকালের বিজয় শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিজয়ের শোভাযাত্রায় অংশগ্রহণ করা মানে একটি ভালো কাজে শরিক হওয়া। প্রতি বছর বিপ্লবের বিজয় দিবসে আনন্দ মিছিল ও শোভাযাত্রার আয়োজন ইরানি জাতির দূরদৃষ্টির প্রমাণ বলে তিনি মন্তব্য করেন।

ইরানে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি হজরত ইমাম খোমেনী (রহ.)'র নেতৃত্বে ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে। এর মধ্যদিয়ে ইরানে মার্কিন মদদপুষ্ট স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটে।#

342/