‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১২ ফেব্রুয়ারী ২০২৩

৪:৩২:৩৯ PM
1345777

ইউক্রেনে যৌথ উদ্যোগে অস্ত্র উৎপাদন শুরু করতে পারে ব্রিটেন

ব্রিটেনের প্রতিরক্ষা শিল্পের একজন শীর্ষ পর্যায়ে কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যৌথ উদ্যোগে অস্ত্র ও আরমার্ড ভেহিকেল উৎপাদনের সম্ভাবনা নিয়ে কিয়েভের সঙ্গে আলোচনা চলছে। এরইমধ্যে কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা যৌথ উদ্যোগে অস্ত্র উৎপাদনের ব্যবস্থা নিতে ইউক্রেন সফর করেছেন।

টেলিগ্রামের প্রতিবেদন অনুসারে, ব্রিটিশ অস্ত্র উৎপাদনকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে, ফ্রান্স এবং জার্মানির প্রতিদ্বন্দ্বীরা অস্ত্র উৎপাদনের বিষয়ে লন্ডনের আগেই কিয়েভ সরকারের সঙ্গে চুক্তি করে ফেলতে পারে। এ বিষয়ে বর্তমানে যে আলোচনা চলছে তাকে ব্রিটিশ কর্মকর্তা প্রতিযোগিতা বলে উল্লেখ করেছেন। ইউক্রেনে যখন পশ্চিমা মিত্ররা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করা বাড়িয়ে দিয়েছে তখন টেলিগ্রাফ এই খবর দিল। ব্রিটেন গত মাসে ইউক্রেনকে অন্তত এক স্কোয়াড্রন চ্যালেঞ্জার-টু ট্যাংক দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঋষি সুনাক ইউক্রেনকে ট্যাংকের পাশাপাশি যুদ্ধবিমান দেয়া যায় কিনা তা খতিয়ে দেখতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। ঋষি সুনাকের মুখপাত্র চলতি সপ্তাহে বলেছেন, "আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করেছি এবং অত্যন্ত শক্তভাবে আমরা এগুলো বাস্তবায়ন করব। এর প্রতিক্রিয়ায় কী ধরনের ঝুঁকি রয়েছে সে ব্যাপারেও আমরা সচেতন আছি।"

ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের ঢলের বিরুদ্ধে রাশিয়া বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে।#

342/