‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৩ ফেব্রুয়ারী ২০২৩

৪:১০:১৮ PM
1346017

ইউক্রেন সংঘাতে ন্যাটোভুক্ত দেশগুলোর কতটা ক্ষয়ক্ষতি হলো

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেন সংঘাতের কারণে কী পরিমাণ গোলাবারুদের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তার একটি মূল্যায়ন করার জন্য জরিপ চালানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় বেশ কিছু দেশের কাছে এখন এতটাই কম গোলাবারুদ রয়েছে যে, তারা এখন আর রাশিয়ার সাথে সরাসরি সংঘাতের জন্য মোটেই প্রস্তুত নয়।বর্তমানে অবস্থা দাঁড়িয়েছে এমন যে, যদি রাশিয়ার সঙ্গে ইউরোপের যুদ্ধ শুরু হয় তাহলে কয়েকদিনের মধ্যে ইউরোপের কয়েকটি দেশের গোলাবারুদ ফুরিয়ে যাবে।

ইউরোপের একজন কূটনীতিক আজ সোমবার রয়টার্সকে এ কথা জানিয়েছেন। ন্যাটো জোটের নেতারা আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে লিথুয়ানিয়ায় বৈঠকে বসতে যাচ্ছেন।

ন্যাটোর সূত্রগুলো বলছে, নতুন এই জরিপ চিত্র পাওয়ার পর সদস্য দেশগুলো তাদের গোলাবারুদ বৃদ্ধির বিষয়টি চিন্তা করবে।#

342/