‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৪ ফেব্রুয়ারী ২০২৩

৫:২৭:৪৫ PM
1346337

শেষ হয়ে আসছে উদ্ধার অভিযান, এবার শুরু হবে মানবিক ত্রাণ তৎপরতা

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। এরমধ্যে শুধু তুরস্কেই মারা গেছে ৩১ হাজার ৬৪৩ জনের বেশি। অন্যদিকে, সিরিয়ায় মৃতের সংখ্যা প্রায় ৫,৭১৪ জন। দুই দেশে আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ।

আল-জাজিরা বলছে, ভূমিকম্পের কারণে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়াদের উদ্ধার প্রচেষ্টা এখন শেষ দিকে। আর হয়ত কয়েক ঘণ্টা এই অভিযান চলতে পারে। ভূমিকম্পের পর এক সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেছে। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, এখন আর কারও ধ্বংসস্তুপের নিচে বেঁচে থাকার সম্ভাবনা নেই। 

মেক্সিকো ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যাপক এডুয়ার্ডো রেইনোসো অ্যাঙ্গুলো বার্তা সংস্থা এপিকে বলেছেন, জীবিত আর কাউকে উদ্ধারের সম্ভাবনা এখন একেবারেই কম। 
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জরুরি পরিকল্পনা ও ব্যবস্থাপনার অধ্যাপক ডেভিড আলেকজান্ডারও একই কথা বলেছেন। তিনি বলেন, “সম্ভাবনা এখন খুব বেশি নেই। অনেক ভবন এতটাই খারাপভাবে নির্মাণ করা হয়েছিল যে, সেগুলো খুব ছোট ছোট টুকরো হয়ে ভেঙে পড়েছে।”
ফলে মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট জায়গা ছিল না। ভবন ধ্বসে পড়লেও যদি তার ফ্রেমটা ঠিক থাকে তাহলে উদ্ধারকারীরা টানেল খুড়ে ভেতরে থাকাদের বের করে আনতে পারেন। কিন্তু তুরস্ক এবং সিরিয়ার দিকে তাকালে দেখা যাবে সেখানে সবচুরমার হয়ে গেছে, গুড়োগুড়ো হয়ে ভেঙে পড়েছে। 
শীতের জন্যেও মানুষের বাঁচার আশা কমে গেছে। শীতের মধ্যে শরীর নিজেকে গরম রাখতে প্রচুর ক্যালোরি বার্ন করতে থাকে। ফলে মানুষের খাদ্যের চাহিদা বৃদ্ধি পায়। আমেরিকার ভার্জিনিয়া টেকের জরুরি মেডিসিনের অধ্যাপক ড. স্টেফানি লারেউ বলেন, ওই অঞ্চলে প্রচণ্ড শীত থাকায় মৃত্যুর সংখ্যা বেশি হয়েছে।
তুরস্ক-সিরিয়া সীমান্তে নয়দিন আগে সংঘটিত এ ভূমিকম্প চলতি শতাব্দির পঞ্চম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ২০০৫ সালে পাকিস্তানে ভূমিকম্পে মারা গিয়েছিল ৭৩ হাজার মানুষ। তুরস্কের একটি ব্যবসায়ী গ্রুপ ধারণা করছে, ভুমিকম্পে শুধু তুরস্কেই ৮,৪০০ কোটি ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
উদ্ধার অভিযান শেষে এখন শুরু হবে মানবিক ত্রাণ তৎপরতা। বেঁচে থাকাদের দেয়া হবে- খাদ্য, আশ্রয়, সাইকো-সোশ্যাল কেয়ার, স্কুলিং এবং কীভাবে নতুন করে বাঁচতে হবে তার ধারণা।#