‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৩ মার্চ ২০২৩

১২:০৭:০০ PM
1353562

ইহুদিবাদীদের যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেয়া হবে: হিজবুল্লাহ

ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তারা সম্প্রতি লেবাননে সামরিক আগ্রাসন চালানোর যে হুমকি দিয়েছেন তা নাকচ করে দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব বলেছেন, ইহুদিবাদীদের যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেয়া হবে। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গতকাল (বুধবার) বৈরুতে এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উত্তর ইসরাইলে সম্প্রতি এক বোমা হামলার দায় হিজবুল্লাহর ওপর চাপিয়ে দেয়ার পর সাইয়্যেদ নাসরুল্লাহ এ মন্তব্য করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, লেবাননে যুদ্ধ চাপিয়ে দেয়া হলে সে যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে।

হিজবুল্লাহ নেতা বলেন, “ইহুদিবাদীদের যেকোনো আগ্রাসনে যদি লেবাননের কোনো ব্যক্তির ক্ষতি হয় চাই সে লেবাননের নাগরিক হোক বা ফিলিস্তিনি হোক কিংবা অন্য কোনো দেশের নাগরিক হোক হিজবুল্লাহ তার তাৎক্ষণিক কঠোর জবাব দেবে।”

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরাইলের উত্তরাঞ্চলীয় মেগিড্ডো শহরে গত ১৩ মার্চের হামলা প্রমাণ করে ইসরাইল তার অল্প ক’দিনের ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে।

ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে, গত ১৩ মার্চ লেবানন থেকে এক ব্যক্তি ইসরাইলে প্রবেশ করে সেখানকার মেগিড্ডো শহরের রাস্তায় একটি বোমা পেতে রেখে যায়। ওই বোমা বিস্ফোরিত হয়ে একজন ইসরাইলি আহত হয়। তেল আবিব দাবি করেছে, লেবানন থেকে আসা হিজবুল্লাহর সঙ্গে জড়িত একজন ফিলিস্তিনি শরণার্থী ওই বোমা পুতে রেখে গেছে।#

342/