‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৩০ মার্চ ২০২৩

১:৩০:২১ PM
1354987

বন্দুক নিয়ন্ত্রণের ব্যাপারে রিপাবলিকানদের নিষ্ক্রিয়তা অগ্রহণযোগ্য

আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণের জন্য হোয়াইট হাউস গতকাল (বুধবার) বিরোধী রিপাবলিকান দলের প্রতি একটি আবেগময় আবেদন জানিয়েছে। একইসঙ্গে রক্ষণশীল দলটির আইনপ্রণেতাদের সমালোচনা করেছে হোয়াইট হাউস।

চলতি সপ্তাহে টেনেসি অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক সহিংসতায় অন্তত ছয় জন নিহত হওয়ার পর রিপাবলিকান দলের আইনপ্রণেতারা বলেছেন, এই সমস্যা সমাধানে তাদের কিছুই করার নেই।

সংবাদ ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জন পিয়ের বলেন, "রিপাবলিকানরা যে বলছেন তাদের কিছুই করার নেই- এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। বহু নাগরিকের জন্য আমাদের স্কুল, গির্জা এবং অন্য ধর্মীয় উপাসনালয়গুলো প্রাণঘাতী হয়ে উঠেছে।"

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুক সহিংসতা বন্ধের লক্ষ্যে দ্বিদলীয় ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন। এজন্য তিনি প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানান। টেনেসির ন্যাশভিলের একটি স্কুলে চলতি সপ্তাহে বন্দুক সহিংসতায় তিন শিশুসহ যে ছয় জন নিহত হয়েছে সে ঘটনাকে প্রেসিডেন্ট বাইডেন অসুস্থতা বলে উল্লেখ করেন।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসেবে যা কিছু সম্ভব তিনি করবেন তবে এ ব্যাপারে কংগ্রেসের পক্ষ থেকে ভূমিকা নেয়া প্রয়োজন। আমেরিকার চলমান বন্দুক সহিংসতা প্রসঙ্গে ডেমোক্রেটিক দলের প্রতিনিধি পরিষদ সদস্য ওমর ইলহান এক টুইটার পোস্টে বলেছেন, "আর কত শিশুর জীবন গেলে বন্দুক নিয়ন্ত্রণ বিষয়ক আইন সংস্কারের ব্যাপারে আমাদের সাধারণ জ্ঞান জাগ্রত হবে? আমাদের শিশুদের নিরাপত্তাহীনতার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবই বড় কারণ।”#

342/