‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৩০ মার্চ ২০২৩

১:৩১:১৬ PM
1354989

‘এক মাসের মধ্যে’ ইরান-রাশিয়া কৌশলগত চুক্তি চূড়ান্ত হবে

রাশিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আগামী ‘এক মাসেরও কম সময়ের মধ্যে’ রাশিয়ার সঙ্গে তার দেশের কৌশলগত সহযোগিতা চুক্তি চূড়ান্ত হবে। তিনি গতকাল (বুধবার) মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আশা ব্যক্ত করেন।

এর আগে দুই পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ইরান ও রাশিয়ার প্রতিনিধিদল আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “রাশিয়ায় দু’দেশের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। ইরান এটি পর্যালোচনা করে দেখছে। আমি আশা করছি, আগামী এক মাসেরও কম সময়ের মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ চুক্তির চূড়ান্ত সংস্করণ প্রকাশ করতে পারবে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইরান ও রাশিয়ার বিভিন্ন পর্যায়ের উচ্চ-ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিরা এ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি বিনিময় করছেন এবং দু’দেশের প্রেসিডেন্টরা নিজ নিজ প্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।”

২০০১ সালে ইরান ও রাশিয়া প্রথম একটি ১০ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি সই করেছিল। পরে পাঁচ বছর করে দুই বারে আরো ১০ বছরের জন্য চুক্তিটি নবায়ন করা হয়। আর এখন দু’দেশ নিজেদের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতায় যেতে চায় যা প্রাথমিকভাবে ২০ বছরের জন্য হতে পারে।

যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ইরান ও রাশিয়ার মধ্যে সক্রিয় আলোচনা চলছে। তিনি আরো বলেন, রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।

যৌথ সংবাদ সম্মেলনের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভের সঙ্গে নিজের বৈঠককে ‘গুরুত্বপূর্ণ ও গঠনমূলক’ বলে বর্ণনা করেন।#

342/