‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১ এপ্রিল ২০২৩

১২:৫৮:০৭ PM
1355303

ইসরাইলি হামলায় আইআরজিসি'র সামরিক উপদেষ্টা শহীদ, প্রতিশোধ নেয়ার অঙ্গীকার

সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র একজন সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। এই তথ্য জানিয়ে আইআরজিসি এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

গতকাল (শুক্রবার) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, "মিলাদ হায়দারি নামে সিরিয়ায় কর্মরত আইআরজিসি'র একজন সামরিক উপদেষ্টা দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হয়েছেন। ভুয়া এবং অপরাধী সরকার অবশ্যই এর জবাব পাবে।"

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ১৭ মিনিটে অধিকৃত গোলান মালভূমির উত্তর দিক থেকে সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি যুদ্ধবিমান প্রবেশ করে এবং দামেস্কের উপকণ্ঠে একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। 

আইআরজিসি বলেছে, শহীদ হায়দারির জানাজা এবং দাফন সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে। বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের দফায় দফায় হামলার ব্যাপারে আন্তর্জাতিক নীরবতার কঠোর নিন্দা জানানো হয়।#

342/