‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১ এপ্রিল ২০২৩

১:০০:০৭ PM
1355307

ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার সেনারা

ইহুদিবাদী ইসরাইলের সেনারা আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার দিন গত রাত ১২টা ১৭ মিনিটের সময় ইহুদিবাদী সেনারা এই হামলা চালায় বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সামরিক সূত্র জানায়, ইসরাইল যেসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার বেশিরভাগই সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। তবে ইসরাইলি হামলায় কিছু বস্তুগত ক্ষতি হয়েছে। ইসরাইলের সর্বশেষ এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত করে জানা যায়নি।

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইহুদিবাদী ইসরাইল দামেস্কের একটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী দামেস্কে অন্তত তিনটি বড় রকমের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর একদিন আগে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বস্তুগত ক্ষয়ক্ষতির পাশাপাশি সিরিয়ার দুই সেনা আহত হন।

বিশেষজ্ঞদের অনেকেই বলে থাকেন- উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া সরকারের সামরিক অভিযানের সফলতায় ঈর্ষাপরায়ণ হয়ে ইসরাইল বারবার হামলা চালাচ্ছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী যেহেতু ইসরাইল এবং পশ্চিমা সমর্থিত ছিল সে কারণে তাদের পরাজয়কে তেল আবিব মেনে নিতে পারছে না।#

342/