‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১৬ মে ২০২৩

৩:৫৪:২৭ PM
1366257

আজ ২৫শে শাওয়াল ইমাম জাফর বিন মুহাম্মাদ আস্ সাদিক (আ.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী।

 

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইমাম জাফর বিন মুহাম্মদ আস্ সাদিক (আ.) হলেন ষষ্ঠ ইমাম। তিনি হিজরি ৮৩ সনে জন্মগ্রহণ করেন এবং হিজরি ১৪৮ সনে আব্বাসীয় খলিফা মানসুরের চক্রান্তে বিষ প্রয়োগের ফলে শাহাদত বরণ করেন। তিনি জনগণের মাঝে ইসলামের প্রকৃত জ্ঞান ও পবিত্র আহলে বাইতের পবিত্র শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসার করেন। ইমাম জাফর সাদিক (আ.)-এর শিষ্যদের মধ্যে ইতিহাস বিখ্যাত প্রায় ১৪ হাজার মুহাদ্দিস (হাদিস বিশারদ) ও ইসলামী পণ্ডিতের নাম উল্লেখযোগ্য। ইমাম বাকির (আ.) ও ইমাম জাফর সাদিক (আ.) থেকে বর্ণিত হাদীসের সংখ্যা বাকী দশ ইমাম অপেক্ষা অনেক বেশী।

 

প্রথম হাদিস:

من أحب لله و أبغض لله و أعطي لله فهو ممن كمل إيمانه

ইমাম জাফর সাদিক (আ.) বলেন: যে ব্যক্তি আল্লাহর খাতিরে বন্ধুত্ব করে, আল্লাহর খাতিরে দুশমনি করে এবং আল্লাহর খাতিরে দান করে, সে পূর্ণ ঈমানের অধিকারীদের অন্তর্ভুক্ত। (উসুলে কাফি, খণ্ড ৩, পৃষ্ঠা ১৮৯।)

 

দ্বিতীয় হাদিস:

ان المسلمين يلتقيان ، فافضلهما أشدهما حبا لصاحبه

ইমাম জাফর সাদিক (আ.) বলেন: যখন দুজন মুসলমানের মধ্যে সাক্ষাৎ হয়, তাদের মধ্যে সে উত্তম, যে অপরকে বেশি ভালোবাসে। (উসুলে কাফি, খণ্ড ৩, পৃষ্ঠা ১৯৩।)

 

তৃতীয় হাদিস

جعل الخير كله في بيت و جعل مفتاحه الزهد في الدنيا

ইমাম জাফর সাদিক (আ.) বলেন: সমস্ত উত্তমকে একটি ঘরে (তালাবন্ধ করে) রাখা হয়েছে এবং এর চাবিকে যুহদের (দুনিয়াকে উপেক্ষা করা ও ইবাদতে মনঃসংযোগের) মধ্যে রাখা হয়েছে। (উসুলে কাফি, খণ্ড ৩, পৃষ্ঠা ১৯৪।)

 

চতুর্থ হাদিস

اذا أراد الله بعبد خيرا زهده في الدنيا و فقهه في الدين و بصره عيوبها و من أوتيهن فقد أوتي خير الدنيا و الاخرة

ইমাম জাফর সাদিক (আ.) হতে বর্ণিত: যখন আল্লাহ তাঁর কোন বান্দার কল্যাণ চান, তখন তার মধ্যে দুনিয়ার প্রতি উপেক্ষা ও ইবাদতের প্রতি মনঃসংযোগ দান করেন; দ্বীনের বিষয়ে গভীর জ্ঞান দান করেন এবং দুনিয়ার ত্রুটির প্রতি অন্তর্দৃষ্টি খুলে দেন। যদি কাউকে এমনটি দান করা হয়, তাহলে তাকে দুনিয়া ও আখিরাতের সবচেয়ে উত্তম কিছু দান করা হয়েছে। (উসুলে কাফি, খণ্ড ৩, পৃষ্ঠা ১৯৬।)

 

পঞ্চম হাদিস

خف الله كأنك تراه و إن كنت لا تراه فإنه يراك

ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: আল্লাহকে ঐরূপ ভয় কর যেন তাকে দেখতে পাচ্ছ; আর তুমি তাঁকে দেখতে না পেলেও তিনি তোমাকে দেখছেন। (উসুলে কাফি, খণ্ড ৩, পৃষ্ঠা ১১০।)#176