‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

১৪ ডিসেম্বর ২০১৫

১:১৩:০২ PM
724846

নাইজেরিয়ায় শিয়াদের উপর সেনাবাহিনীর হামলা ; বহু লোক হতাহত

নাইজেরিয়ায় কুলখানীর একটি অনুষ্ঠান চলাকালে শিয়াদের উপর চালানো সেনাবাহিনীর হামলায় বহু লোক হতাহত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : শোক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিয়াদের উপর নাইজেরিয়া সেনাবাহিনীর চালানো গুলিতে অন্তত ১২ জন শিয়া মুসলিম শহীদ হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ বাহিনী প্রধানের গাড়ীর বহর যারিয়া প্রদেশের একটি ইমামবাড়ীর পাশ দিয়ে অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

কিছু কিছু সংবাদ সূত্র জানিয়েছে, বোকো হারাম সন্ত্রাসীদের হামলায় শহীদদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে নাইজেরিয়া ইসলামি মুভমেন্টের নেতা ‘শাইখ ইব্রাহিম যাকযাকি’র বক্তব্য রাখছিলেন। ঐ সময় বহরটি অতিক্রম করছিল। এ সময় আযাদাররা ঐ বহরকে বাধা দিলে তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে সৈন্যরা।

নাইজেরিয়া ইসলামি মুভমেন্টের প্রধানের স্ত্রী ‘যিনাত ইব্রাহিম’ এসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এতে অন্তত ৩০ ব্যক্তি হতাহত হয়েছে। সৈন্যরা এ সময় শাইখ ইব্রাহিম যাকযাকিকেও হত্যা করতে চেয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় পত্রিকা ‘প্রিমিয়ার টাইমস’ লিখেছে সৈন্যরা শিয়াদের একটি ইমামবাড়িকে প্রথমে ঘেরাও করে, এর কিছুক্ষণের মধ্যেই গুলির শব্দ শোনা যায়।

মানবাধিকার বিষয়ক এক সংগঠনের প্রাথমিক এক রিপোর্টে বলা হয়েছে যে, কাদুনা প্রদেশের যারিয়া শহরে একটি কুলখানীর অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপর হামলা চালিয়েছে সৈন্যরা। এ হামলায় অন্তত ৩০ ব্যক্তি প্রাণ হারিয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে হামলায় শহীদদের সংখ্যা ৩০ উল্লেখ করা হলেও স্থানীয় কিছু সূত্র ঐ হামলায় শহীদদের সংখ্যা ১২ বলে উল্লেখ করেছে। তবে কতজন ঐ হামলায় শহীদ হয়েছে তাদের সঠিক সংখ্যাটি এখনো জানা যায়নি।

উল্লেখ্য, বিশ্ব কুদস দিবসের র‌্যালীতে হামলার পর তাদের উপর এটা ছিল দ্বিতীয় হামলা। নাইজেরিয়ার উত্তর অঞ্চলে অবস্থিত যারিয়া শহরটি এদেশের গুরুত্বপূর্ণ শিয়া অঞ্চল হিসেবে বিবেচিত, যেখানে ইসলামি মুভমেন্ট অব নাইজেরিয়ার প্রধানও বসবাস করেন।#