‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২৪ ডিসেম্বর ২০১৫

১২:৫৫:৩১ PM
726675

ইসলামি মুভমেন্টের মুখপাত্র :

প্রাণ হারিয়েছেন ৬ জন, অবশিষ্টদের অবস্থা আশংকাজনক

নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের মুখপাত্র বলেছেন : কাদুনা শহরে শান্তিপূর্ণ মিছিল থেকে আটককৃত এ মুভমেন্টের অনেক কয়েদির অবস্থা আশংকাজনক।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের মুখপাত্র আটককৃত মুভমেন্টের সদস্যদের শারীরীক অবস্থার বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে বলেছেন : আহত অবস্থায় আটককৃত মুভমেন্টের অনেক সদস্যের অবস্থা আশংকাজনক। চিকিৎসার অভাবে তাদের অনেকে এখন মৃত্যুর দ্বারপ্রান্তে।

ইব্রাহিম মুসা জানান : চিকিৎসা না পেয়ে মুভমেন্টের ২ সদস্য গত শনিবার কারাগারে মারা যান।

তার সংযোজন : কয়েকদিন পূর্বে শান্তিপূর্ণ একটি মিছিল থেকে আহত অবস্থায় পুলিশের হাতে আটক হওয়া ৪০-এরও অধিক ব্যক্তি বর্তমানে কাদুনা শহরের কারাগারে চিকিৎসাহীনতায় মৃত্যুর প্রহর গুণছে।

ইসলামি মুভমেন্টের মুখপাত্র এ মুভমেন্টের কয়েক সদস্যের মৃত্যুর কথা উল্লেখ করে বলেন : এ নাগাদ কারাগারে মৃত্যুবরণ করা মুভমেন্টের ৬ সদস্যের লাশ দাফনের জন্য আমাদের নিকট হস্তান্তর করেছে কাদুনা পুলিশ।

ইব্রাহিম মুসা আরো বলেন : লাশ গোসলের সময় তাদের শরীর দেখে আমরা আঁৎকে উঠেছি। তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত ও ইলেক্ট্রিক শকের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন : কাদুনা শহরে শান্তিপূর্ণ একটি মিছিল থেকে এই ৬ জন আটক হওয়ার পর তারা কারাগার অভ্যন্তরে মারা যায়। এরপূর্বে মিছিলকে উদ্দেশ্য করে সরাসরি চালানো গুলিতে প্রাণ হারিয়েছিলেন অপর ৭ জন। আমরা আহত ঐ সকল ব্যক্তির  দ্রুত মুক্তির জন্য জোর আবেদন জানাচ্ছি।

কাদুনা শহরে মিছিলে হামলার বিষয়ে পুলিশের মন্তব্যকে প্রত্যাখান করে নাইজেরিয়া ইসলামি মুভমেন্টের মুখপাত্র বলেন : মিছিলে অংশগ্রহণকারীরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে চেয়েছিল বলে পুলিশ যে দাবী তুলেছে তা আমরা জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। তাদের দাবী হাস্যকর। কারণ আমাদের মাযহাব জনগণের সম্পদ ভাংচুর ও বিনষ্ট করার অনুমতি আমাদেরকে দেয় না।#