আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):২৮ সফর সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ (সা.)-এর ওফাত বার্ষিকী ও নবীজির দৈহিত্র, বেহেশতের যুবকদের সর্দার ইমাম হাসান মুজতাবা (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পবিত্র কোম নগরীতে আযাদারী হয়েছে।
মহানবী (সা.)-এর ওফাতের প্রাক্কালে আমিরুল মুমিনীন (আ.)-এর মাজার শোকের পোশাকে পরিধান করা হয়েছে এবং পতাকা ও কালো কাপড় দিয়ে শোকের প্রতীক টানানো হয়েছে।