৬ ডিসেম্বর ২০২২ - ১৭:৫৮
রাশিয়ার আরেকটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুরস্ক শহরের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলার কথা জানিয়েছেন শহরের গভর্নর রোমান স্তারোভয়িত। কুরস্ক শহরটি ইউক্রেন সীমান্তে অবস্থিত।

এর আগে গতকাল রাশিয়ার রিয়াজান ও সারাতভ অঞ্চলের দুটি বিমান ঘাঁটিতে ইউক্রেন ড্রোন হামলা চালায়। গভর্নর রোমান জানান, ইউক্রেনের ড্রোন হামলায় বিমানঘাঁটির একটি তেল সংরক্ষণ ট্যাঙ্কে আগুন ধরে যায় তবে এতে বড় কোন ক্ষয়ক্ষতি হতে পারেনি। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিক তথ্যে জানিয়েছেন গভর্নর।

গতকাল ইউক্রেন সোভিয়েত আমলে নির্মিত বেশ কয়েকটি ড্রোন দিয়ে রিয়াজন এবং সারাতভ এলাকার দুটি বিমানঘাঁটিতে হামলা চালায়। এতে অন্তত তিন ব্যক্তি নিহত এবং দুটি বিমানের ক্ষতি হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগোর কোনাশেংকভ জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ড্রোনগুলো শনাক্ত করে এবং সেগুলো ভূপতিত করে। বিধ্বস্ত ড্রোনের অবশিষ্টাংশ পড়ে ওই বিমান ক্ষতিগ্রস্ত এবং কয়েকজন সেনা হতাহত হয়।#

342/