১১ জুলাই ২০২৩ - ১৭:১৭
কুরআনের আন্তর্জাতিক কারী ও বিচারক ড. সাইয়্যেদ সামারুদ্বীন সামদোভের ইন্তেকাল

আহলে বাইত (সাঃ) বার্তা সংস্থা (আবনা): তাজিকিস্তানের কুরআনের আন্তর্জাতিক কারী এবং বিচারক ড. সাইয়্যেদ সামারুদ্বীন সামদোভ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাজাকিস্তানের এই নাগরিক আল-মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি বিভিন্ন দেশের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছেন।#176K