পাকিস্তান সেনাবাহিনীর জবাব শুরু হয়েছে: আইএসপিআর প্রধান
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ভারতের হামলার জবাব দিতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।
আজ( বুধবার ৭ মে) সকালে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তিনি জানান, গভীর রাতে ভারতীয় বিমান বাহিনীর হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী এ হামলার জবাবে কঠোর ও সমন্বিত প্রতিক্রিয়া জানাচ্ছে বলে জানিয়েছেন আইএসপিআর প্রধান। দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি।
ভারত মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের পাঁচটি বিমান, কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ও নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৬, আহত ৪৬ জন বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র।
পাকিস্তানের পালটা হামলা, ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ
ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর পর এবার পালটা হামলা চালিয়েছে পাকিস্তান। এ প্রেক্ষিতে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।
কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল, এখন তা যুদ্ধে গড়িয়েছে।
এদিকে ভারত সরকারের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
যদিও ভারত সরকারের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এ অভিযানে নিশানা করা হয়নি। ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলায় তিনজন হয়েছেন বলে ভারতের সেনাবাহিনী জানিয়েছে।
তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের হামলা থেকে মসজিদ ও শিশুও বাদ যায়নি। তারা বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে।
গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে ভারত–পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে এবার যুদ্ধে জড়াল দেশ দুটি।#
342/
Your Comment