১৩ আগস্ট ২০২৩ - ১৬:৩৮
বৈরুতে হিজবুল্লাহ নেতার সঙ্গে ইরানি সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে ইরানের একটি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করেছেন। তারা লেবাননের সর্বশেষ পরিস্থিতি ও ইহুদিবাদী ইসরাইলের হুমকিসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ওয়াহিদ জালালজাদের নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলটি গতকাল (শনিবার) লেবাননের রাজধানী বৈরুতে সাইয়্যেদ নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন।

ইহুদিবাদী ইসরাইলি সেনারা সম্প্রতি প্রায় প্রতিদিন জর্দান নদীর পশ্চিম তীরের বিভিন্ন শহরে হানা দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে। এ সময় প্রায়ই ফিলিস্তিনিদের সঙ্গে দখলদার সেনাদের সংঘর্ষ হচ্ছে।

এসব সংঘর্ষে এ পর্যন্ত কয়েক ডজন ফিলিস্তিনি শহীদ ও অপর শত শত মানুষ আহত হয়েছেন। ২০২৩ সালে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া ইহুদিবাদী ইসরাইলি একাধিক নেতা সাম্প্রতিক সময়ে লেবাননে আগ্রাসন চালানোর হুমকি দিয়েছেন। ইসরাইল-লেবানন সীমান্তে ছোটখাট সংঘর্ষেরও খবর পাওয়া গেছে। শনিবারের সাক্ষাতে এসব বিষয় নিয়ে ইরানি প্রতিনিধিদলের সদস্যরা হিজবুল্লাহ নেতার সঙ্গে আলাপ-আলোচনা করেন। এদিকে ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে বিজয়ের বার্ষিকীতে আগামীকাল (সোমবার) সাইয়্যেদ নাসরুল্লাহ টেলিভিশনে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা গেছে।#

342/