ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, গতকাল (রোববার) দুই ব্যক্তি শাহ চেরাগ মাজারে গুলিবর্ষণ করে। তাদের একজনকে আটক করা সম্ভব হলেও আরেকজন পালিয়ে যায়।হামলায় আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, সন্ত্রাসী হামলায় জড়িত দুই ব্যক্তিই বিদেশি নাগরিক।তাদের একজন কালাশনিক রাইফেল দিয়ে গুলি চালাতে শুরু করলে তাকে ধরে ফেলা হয়। অপরজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস (দায়েশ) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি ও ফার্স প্রদেশের গভর্নর মোহাম্মাদ হাদি ইমানিয়েকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই হামলায় যেকোনোভাবে জড়িত প্রতিটি ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে।প্রেসিডেন্ট রায়িসি সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানিয়েছেন।
ইরানের শিরাজ নগরীর শাহ চেরাগ মাজারে ২০২২ সালের ২৬ অক্টোবর এক সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ ১৫ জিয়ারতকারী নিহত হয়েছিলেন। ওই ঘটনায় আরো কয়েক ডজন মানুষ আহত হন। হামলার সময় এক বন্দুকধারীকে আহত অবস্থায় আটক করে নিরাপত্তা বাহিনী।পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ওই হামলায় জড়িত অপর দুই ব্যক্তির মৃত্যুদণ্ড গত মাসে কার্যকর করা হয়েছে।#
342/