২০ আগস্ট ২০২৩ - ২০:২০
জানুয়ারি থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ৩২ ইহুদিবাদী নিহত

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধ মূলক হামলায় গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ৩২ জন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিহত হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলি সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারীদের আগ্রাসন জোরদার হওয়ার মধ্যেই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধমূলক হামলাও জোরদার হয়েছে।

ইসরাইলের ফ্রি টু-এয়ার এবং হিব্রু ভাষার কেশেত টুয়েলভ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে ২১ জন ইহুদি বসতি স্থাপনকারী নিহত হয়েছে। এছাড়া, চার ইহুদিবাদী  নিহত হয়েছে ফিলিস্তিনিদের গাড়ি চাপায়। এর বাইরে এক ইহুদী বসতি স্থাপনকারী ফিলিস্তিনদের ছুরির আঘাতে এবং আর একজন গাজা থেকে চালানো রকেট হামলায় নিহত হয়েছে।
ইসরাইলি গণমাধ্যমগুলোর রিপোর্টে বলা হয়েছে, চলতি বছর ফিলিস্তিনিদের হাতে ইহুদিবাদীদের নিহত হওয়ার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। 
এদিকে, গতকাল (শনিবার) ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ফিলিস্তিনিদের গুলিতে দুই ইহুদিবাদী মারা গেছে।#

342/