৩০ আগস্ট ২০২৩ - ১৯:৪২
চলতি বছর পশ্চিম তীর থেকে ৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে চলতি বছর এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী ইসরাইল। ইহুদিবাদী সেনারা ইসরাইলের বিভিন্ন শহর ও গ্রামে যখন হত্যাযজ্ঞ ও ধরপাকড় জোরদার করেছে তখন এই খবর এলো।

ফিলিস্তিনের প্রিজনার্স ক্লাব গতকাল (মঙ্গলবার) ইহুদিবাদী বাহিনীর ধরপাকড়ের বিষয়ে এ তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটি বলেছে, গত এক সপ্তাহে ইহুদিবাদী সেনারা ২০০'র বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। এর ফলে চলতি বছর শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদীদের হাতে আটক হওয়া ফিলিস্তিনির সংখ্যা ৫১০০-তে দাঁড়িয়েছে।
প্রিজনার্স ক্লাব তাদের বিবৃতিতে বলেছে, ইসরাইলি সেনারা আল-খলিল, জেনিন, নাবলুস এবং রামাল্লাহ শহর থেকে এসব ফিলিস্তিনিকে আটক করে।
ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দিদেরকে ইহুদিবাদী ইসরাইলের ২৩টি কারাগার ও বন্দী শিবিরে আটক রাখা হয়েছে। এসব বন্দির মধ্যে ১২০০ ফিলিস্তিনিকে প্রশাসনিক আটকাদেশের আওতায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া, আটক ফিলিস্তিনিদের মধ্যে ৩২ জন নারী এবং ১৮২টি শিশুর পাশাপাশি ৭০০ অসুস্থ ব্যক্তি রয়েছেন।#

342/