৪ ডিসেম্বর ২০২৩ - ১৫:৫১
ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে ইয়েমেন

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের প্রতি সমর্থনের জন্য তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

গতকাল (রোববার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে বলেন, শুক্রবার ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকায় আবার আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের সামরিক বাহিনীও তাদের অভিযান শুরু করবে। তিনি বলেন, দখলদার ইসরাইলকে লক্ষ্য করে ইয়েমেনের হামলা হবে বেদনাদায়ক ও কঠোর।

জেনারেল সারিয়ি বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়েই ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে ইহুদিবাদীদের জাহাজ চলাচল থামিয়ে দিয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র আরো বলেন, "ইয়েমেনে আমেরিকা যুদ্ধ পরিচালনা করেছে এবং তারা গাজা ও ফিলিস্তিনের বর্তমান যুদ্ধও পরিচালনা করছে। এ অবস্থায় ইয়েমেনের সেনারা ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হয়েছে এবং এই যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের হামলা বন্ধ হবে না।”#


342/