নিউইয়র্কের লিবার্টি দ্বীপে দাঁড়িয়ে আছে ‘স্ট্যাচু অব লিবার্টি’। বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ১৪০ বছর আগে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের জনগণকে উপহার দেওয়া হয়। স্ট্যাচু অব লিবার্টির মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট। তবে বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্বাধীনতা স্তম্ভগুলোর একটি।
ইউরোপীয় পার্লামেন্টে ফরাসি আইন প্রণেতা রাফায়েল গ্লাকসম্যান তার দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, যে কারণে ফ্রান্স আমেরিকাকে ঐ ভাস্কর্যটি উপহার হিসেবে দিয়েছিল এখন সেই মূল্যবোধের মর্যাদা দেয় না ডোনাল্ড ট্রাম্পের সরকার। আর তাই আমেরিকার কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে নেওয়া উচিত ফ্রান্সের। ভাস্কর্যটি যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে আমেরিকা এখন আর তা ধারণ করে না বলে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন।
সিরিয়ার আলাভিদের উপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় ফ্রান্স
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেছেন, সিরিয়ার আলাভিদের উপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। তিনি বলেন, সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকে তিনি এই প্রস্তাবটি উত্থাপন করেছেন।
অভিন্ন স্বার্থে ইরান ও ইউরোপের মধ্যে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ
সম্প্রতি ইরান এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীরা এক ফোনালাপে ইরান ও ইউরোপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগ বজায় রাখার ওপর জোর দিয়েছেন। এ সময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, তেহরান পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে ইউরোপীয় দেশগুলোর সাথে যোগাযোগ এবং আলোচনা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে।#
342/
Your Comment