২৪ এপ্রিল ২০২৫ - ০০:৩৪
Source: Parstoday
মানবিকতার নামে প্রতারণা; ফিলিস্তিনের বিজ্ঞানীসহ উচ্চ শিক্ষিতদের সরানোর ইসরাইলি-ফরাসি ষড়যন্ত্র ফাঁস

পার্সটুডে- ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের প্রধান মঙ্গলবার রাতে জানিয়েছেন, গাজার বিজ্ঞানী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলি সেনাবাহিনীর সাথে সহযোগিতা করছে ফরাসি দূতাবাস।

নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের প্রধান রামি আবদু বলেছেন, অধিকৃত জেরুজালেমে অবস্থিত ফরাসি দূতাবাস ইসরাইলি সেনাবাহিনীর সাথে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে গাজার বিজ্ঞানী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তিত্ব, চিকিৎসক, প্রকৌশলী, ইতিহাসবিদ এবং সংস্কৃতি ও পুরাকীর্তি বিষয়ক বিশেষজ্ঞরা এর আওতায় ধরা হয়েছে।  

পার্সটুডের তথ্য বলছে, এটি ইহুদিবাদী ইসরাইলের বৃহত্তর পরিকল্পনারই অংশ। এর পরিকল্পনার আওতায় গাজার উচ্চশিক্ষিত ব্যক্তিত্বদের সরিয়ে নেওয়া হবে। হুট করে এই খবরটি শুনলে এটাকে মানবিক পদক্ষেপ মনে হলেও এর পেছনে বড় ধরণের ষড়যন্ত্র।   

ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের প্রধানের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

রামি আব্দু এই প্রসঙ্গে আরও বলেছেন, বোমাবর্ষণের মাধ্যমে ইসরাইলি সেনাবাহিনী যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তা এখন তথাকথিত মানবিক পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়ন করছে।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম "মিডল ইস্ট আই" গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করে ইহুদিবাদীদের স্বপ্নের ভূখণ্ড গড়তে ইসরাইলের পাঁচ-পর্যায়ের পরিকল্পনা নিয়ে লেখা প্রকাশ করেছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদীরা গাজাকে ফিলিস্তিনিমুক্ত করার জন্য তাদের ইচ্ছার কথা বারবার ঘোষণা করেছে।

সংবাদমাধ্যমটি বলছে, ইহুদিবাদী ইসরাইলের পরিকল্পনা পাঁচটি ধাপে বাস্তবায়ন করা হচ্ছে: গণমাধ্যমকে চুপ রাখা, জনসংখ্যা হ্রাস করা, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা, গাজাকে বসবাসের অযোগ্য করে তোলা এবং সর্বশেষ অবশেষে দখলদারদের কাজে কূটনৈতিক বৈধতা অর্জন করা।

ইহুদিবাদীরা আশা করছে, পঞ্চম পর্যায়ে গাজায় জাতিগত নির্মূল প্রক্রিয়া সম্পন্ন করে ক্রমণাত্মক রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করা হবে, এতে তাদের সব মিত্ররা সমন্বিতভাবে সব ধরণের সহযোগিতা প্রদান করবে।

জানুয়ারিতে  ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের গণভাবে বিতাড়নের প্রস্তাব করেছিলেন; তেল আবিব তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়েছিল। কিন্তু এই তথাকথিত "ট্রাম্প পরিকল্পনা" ট্রাম্পের নিজের নয়, এটি ইহুদিবাদী ইসরাইলের দীর্ঘ দিনের পরিকল্পনা যা কেবল ট্রাম্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

ইংরেজি সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর মতে, ইহুদিবাদীদের এই পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হলেও তা ২১ শতকে বসে জাতিগত নির্মূলের এমন রোডম্যাপ প্রনয়ণের দুঃসাহস গোটা মানব জাতির জন্য একটা মহাবিপদ সংকেত হিসেবে গণ্য হচ্ছে।#

342/

Your Comment

You are replying to: .
captcha