ইরানের শিশু-কিশোর সাংস্কৃতিক সংস্থা 'কানুনে পারভারেশে ফেকরি'র ১৫ সদস্যের চিত্রকর্ম বুলগেরিয়ার এই প্রদর্শনীতে পাঠানো হয়েছিল। চিত্রকলার বিষয় ছিল 'মুক্ত'। পার্সটুডে'র শনিবারের প্রতিবেদন অনুযায়ী, ৩৩টি দেশের ৩,০৬৬টি শিল্পকর্মের মধ্যে ইরানের ৬ শিশুর চিত্রকর্ম ডিপ্লোমা অর্জনে সক্ষম হয়।
ডিপ্লোমা অর্জনকারী শিশু-কিশোররা হলো- জাহরা মোজাফফারি (৯ বছর), আমিরসাম হাসানি (১০ বছর), পারনাজ গুদারজি (১০ বছর), বাহার নাসিরিয়ানি (১০ বছর), পারনিয়ান লুলু (১১ বছর), নূরি মোকাম্মেলি (১৫ বছর)।#
342/
Your Comment