আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ৪২৪ বছর পুরাতন বিবিকা রওজা নামক ইমাম বারগাহ থেকে প্রতিবছরই ইমাম হুসাইন আলাইহিস সালাম ও কারবালার শহীদদের স্মরণে চেহেলুমে শোক অনুষ্ঠান ও শোক মিছিল বের হয়। এই শোক মিছিল যা নওহা ও মাতমে সম্পন্ন হয়ে থাকে, প্রকিতার্থে শোক মাধ্যমের একটি প্রথা।
১৬ আগস্ট ২০২৫ - ০৬:৫৭
News ID: 1716994
ইমাম হুসাইন আলাইহিস সালাম ও কারবালার শহীদদের স্মরণে আরবাইন পালিত হয়েছে।
Your Comment