আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিভিন্ন হাদিস অনুযায়ী নবী নন্দিনী হযরত ফাতেমা (সা.আ.)-এর শাহাদতের দুটি তারিখ বর্ণিত হয়েছে: হযরত মুহাম্মাদ (সা.)-এর রেহলাতের 75 দিন (13 জামাদিউল আওয়াল) পরে এবং কিছু বর্ণনা অনুযায়ী নবীজির রেহলাতের 95 দিন পর (3 জামাদিউস সানি) মা ফাতেমা (সা.আ.) শাহাদত বরন করেন।
আহলে বাইত (আ.)-এর প্রেমিকগণ বর্ণিত দুইটি তারিখেই শোক মজলিসের আয়োজন করে থাকে।



Your Comment