আহলে বাইত (আ.) বার্তা সংস্থার রিপোর্ট: আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাংস্কৃতিক সমন্নয় বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ সাদেক সুলতানী, আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থাকে একটি বেসরকারী ও সার্বজনীন সংস্থা হিসেবে উল্লেখ করে বলেছেন: বিশ্বের ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একটি দল এ সংস্থার সদস্য এবং তারা তাদের গবেষণাকর্ম ও সাংস্কৃতিক কার্যক্রম এ সংস্থায় করে থাকেন।
তিনি গতবছর (ফার্সী সন) ৯৬ হাজার গ্রন্থ প্রকাশের কথা উল্লেখ করে বলেন: এর মধ্য হতে ৮৮ হাজার ৫৯৮টি গ্রন্থ অন্যান্য দেশে প্রেরণ করা হয়েছে।
আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাংস্কৃতিক সহযোগিতা বিভাগের প্রধান আরো বলেন: আরবী, স্প্যানিশ, উর্দূ, ইংরেজী, তুর্কী এবং বাংলা ভাষায় বেশ কয়েকটি পত্রিকাও প্রকাশিত হয়েছে।
হুজ্জাতুল ইসলাম সুলতানী আরো জানান: প্রকাশিত গ্রন্থ ও পত্রিকাসমূহের সবগুলোই নিষ্পাপ ইমামগণ (আ.) এবং আহলে বাইত (আ.) সম্পর্কিত, যেগুলো আবেদনকারী দেশসমূহে প্রেরণ করা হয়ে থাকে।
তিনি পোষ্টের মাধ্যমে যে সব দেশসমূহে গ্রন্থ প্রেরিত হয়েছে তাদের নাম উল্লেখ করতে গিয়ে বলেন: ইরাক, রাশিয়া, চীন, সেনেগাল, কেনিয়া, ঘানা, নাইজেরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া এবং ভারতে ডাকযোগে গ্রন্থ প্রেরণ করা হয়।
তিনি আরো উল্লেখ করেন: বর্তমানে ৭৬টির বেশী গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে এবং পর্যাপ্ত খরচাদির ব্যবস্থা হলে সেগুলোও প্রকাশিত ও বিভিন্ন দেশে প্রেরণ করা হবে।