১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব চলতি সপ্তাহের শুরুতে কাতার সফর করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: বিশ্ব আহলে বাইত (আ.) সংস্থার মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘মুহাম্মাদ হাসান আখতারী’, আয়াতুল্লাহ শহীদ মুতাহারীর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইরানি শিক্ষকদের এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে গত রবিবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। তিনি এ সফরে কাতারের গ্র্যাণ্ড মুফতি ও মুসলিম ওলামা লীগের সভাপতি জনাব ইউসুফ কারদ্বাভীর সাথেও সাক্ষাত করবেন এবং মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা, ফিলিস্তিন ও অন্যান্য মুসলিম দেশের নিপীড়িত জনগণকে সাহযোগিতার বিষয়ে সম্পর্কে মতবিনিময় করবেন। #