<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} -->
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার জনসংযোগ বিভাগের সংবাদ বিষয়ক পত্রিকার ৪১ ও ৪২ তম সংখ্যা ‘গাঞ্জিনেয়ে মাজমা’ শিরোনামে প্রকাশিত হয়েছে।
যে সকল লেখা এ সংখ্যাদ্বয়ে স্থান পেয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য লেখাগুলো হচ্ছে : পাকিস্তানের বন্যা সম্পর্কে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার বিবৃতি, পাকিস্তানের ভয়াবহ বন্যার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের পর্যালোচনা, বেলায়েতের সাথে, আহলে বাইত (আ.) এর ভালবাসা সম্পর্কে মহান রাহবারের বক্তব্য, অস্ট্রেলিয়া হতে শিয়া আলেম বহিস্কারের প্রতিক্রিয়া, আল্লামা জাফারী’র দৃষ্টিতে আমিরুল মু’মিনীন (আ.) এর ওসিয়ত নামার কিছু অংশের ব্যাখ্যা, ‘সুবহে এন্তেযার’ মেলার উপর একটি প্রতিবেদন ইত্যাদি।
এছাড়া ‘আল্লামা ফাজলুল্লাহ’র উপর একটি বিশেষ সংখ্যাও প্রকাশিত হয়েছে। উক্ত বিশেষ সংখ্যার গুরুত্বপূর্ণ লেখাসমূহ হচ্ছে: (আয়াতুল্লাহ ফাজলুল্লাহ’র মৃত্যুতে) বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্ব ও ধর্মীয় সংস্থা সমূহের শোকবাণী, বৈরুতে তাঁর জানাযা ভিত্তিক একটি প্রতিবেদন ও তেহরানে তাঁর স্মরণসভা, ক্যামেরার দৃষ্টিতে আয়াতুল্লাহ ফাজলুল্লাহ’র জীবনী, আল্লামা ফাজলুল্লাহ সম্পর্কে ৩টি সাক্ষাতকার এবং ৩টি স্মৃতিচারণ ইত্যাদি।#