১৩ জানুয়ারী ২০১১ - ২০:৩০

৬ মাসিক ‘গাঞ্জিনেয়ে মাজমা’ পত্রিকার নতুন সংখ্যা আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার জনসংযোগ বিভাগের পক্ষ হতে প্রকাশিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার জনসংযোগ বিভাগের পক্ষ হতে খবর বিষয়ক ‘গাঞ্জিনেয়ে মাজমা’ পত্রিকার ৪৩-৪৫ তম সংখ্যা ১৪৪ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে।

এ পত্রিকায় যে সকল শিরোনাম স্থান পেয়েছে সেগুলো হচ্ছে: কোরআনে অগ্নিসংযোগের ষড়যন্ত্রের বিরুদ্ধে লেখা প্রবন্ধ ‘ইন্না লাহু লাহাফেজুন’ (নিশ্চয়ই আমরা সেটাকে (কোরআন) রক্ষা করব), হযরত আয়াতুল্লাহ আল উজমা খামেনেয়ী’র কোম সফরের উপর লেখা ‘দিদারে আফতাব’, মজলিশে শোরায়ে ইসলামিতে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার পক্ষ হতে বিশেষ প্রদর্শনীর আয়োজনের উপর বিশেষ প্রতিবেদন, গাদীর ও মোবাহেলা দিবস উপলক্ষে ‘বেলায়েতের দশক’ শিরোনামে বিশেষ প্রবন্ধ, বিশ্বের বিভিন্ন প্রান্তে ইমাম হুসাইন (আ.) এর আযাদারী উপলক্ষে বিশেষ প্রতিবেদন, ‘শিয়াদের অধিকার’ শিরোনামে বিশ্বের বিভিন্ন স্থানে শিয়াদের অধিকার হরণ এবং সন্ত্রাসী হামলার উপর বিশেষ প্রতিবেদন।

এ পত্রিকায় মহান রাহবারের কোম সফরের বিষয়ে বার্তা সংস্থার পক্ষ হতে প্রকাশিত ২০০টি খবর, সাক্ষাতকার এবং ছবিও স্থান পেয়েছে।

এছাড়া আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার ব্যাংকক, দামেস্ক, কেপটাউন, কারবালা, বোগোটা, সাউপাওলো, পেকান, মস্কো ও নাইরোবিতে আয়োজিত আন্তর্জাতিক গ্রন্থমেলায় অংশগ্রহণের উপর বিশেষ প্রতিবেদন গাঞ্জিনেয়ে মাজমার এবারের সংখ্যায় স্থান পেয়েছে।#