আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার প্রকাশনী মেক্সিকো’র ২৫তম আন্তর্জাতিক গ্রন্থমেলায় অংশগ্রহণ করবে।
এ গ্রন্থমেলা আগামী ২৬শে নভেম্বর হতে ৪ঠা ডিসেম্বর ২০১১ নাগাদ মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা গত বছরও মেক্সিকোর আন্তর্জাতিক এ গ্রন্থমেলায় অংশগ্রহণ করেছিল। মাজমা উক্ত মেলায় নিজস্ব ব্যনারে (আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা) অংশগ্রহণ করে এ প্রকাশনী হতে প্রকাশিত গ্রন্থাদি উপস্থাপন করেছিল।#