আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সহযোগিতা ও প্রস্তাব এবং ফিলিপাইনে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ইমাম সাজ্জাদ (আ.) এর অধিকার বিষয়ক এ গ্রন্থ ফিলিপাইনের তাগালোগ ভাষায় অনুবাদ ও প্রকাশিত হয়েছে।
জনাবা ‘যায়নাব হাভির’ ৬৮ পৃষ্ঠার এ গ্রন্থটি ইংরেজী হতে তাগালোগ ভাষায় অনুবাদ করেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইমাম সাজ্জাদ (আ.) এর মূল্যবান এ গ্রন্থটি তাগালোগ ভাষায় মোট ১ হাজার কপি প্রকাশ করা হয়েছে এবং আগামীতে বইটির সিডি ও ইলেক্ট্রনিক সংস্করণও প্রকাশ করা হবে।
এছাড়া আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সহযোগিতা এবং ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়াতুল্লাহ রেই শাহরী রচিত ‘হিকমাত নামেহ লোকমান’ গ্রন্থের নির্বাচিত অংশ অনুবাদ ও প্রকাশিত হয়েছে।#