(ABNA24.com) মিশরের আদালতে সাবেক প্রেসিডেন্ট মুরসির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সেদেশের একটি যুব সংগঠন।
আরবি-২১ নামের নিউজ নেটওয়ার্ক জানিয়েছে ‘অভ্যুত্থান বিরোধী যুবকেরা’ নামের একটি সংগঠন ওই বিক্ষোভের ডাক দেয়।
সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে,মিশরের বিভিন্ন শহরের প্রধান প্রধান স্কোয়ারগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মিশরীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
বিবৃতিতে মুরসির মৃত্যুকে হত্যাকাণ্ড বলে এর জন্য ক্ষমতাসীনদের দায়ী করেছে তারা।
এদিকে জাতিসংঘ মানবাধিকার দফতর থেকেও ইতোপূর্বে মুরসির মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবী জানানো হয়েছে।
গত সোমবার মিশরের একটি আদালতে ‘বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর জন্য গুপ্তচরবৃত্তি’র দায়ে মুরসি'র বিচারের শুনানি চলার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি এবং তাৎক্ষণিকভাবে মারা যান। তার মৃত্যুর পর মুসলিম ব্রাদারহুড সমর্থকদের প্রতিবাদের আশঙ্কায় মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে জরুরি অবস্থা জারি করে।
প্রেসিডেন্ট মুরসি গত ৭ মে সর্বশেষ শুনানির দিন কারাগারে তার অপর্যাপ্ত চিকিৎসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, চিকিৎসার অভাবে তার জীবন বিপদাপন্ন।#
/129
২২ জুন ২০১৯ - ০৩:৪২
News ID: 953315

মিশরের আদালতে সাবেক প্রেসিডেন্ট মুরসির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সেদেশের একটি যুব সংগঠন।