‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২৭ ফেব্রুয়ারী ২০২০

৪:১০:২৯ AM
1013509

ইমাম হাদী (আ.) বলেছেন: ( ইবাদৎ বন্দেগীর জন্য) রাত জাগরণ ঘুমকে অধিক মধুর ও সুখকর করে এবং ক্ষুধা খাবারের স্বাদ বৃদ্ধি করে ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ৩ রজব মহানবী সা) - এর আহলুল বাইতের আ:) দশম ইমাম আলী আন নাকী আল- হাদী ( আ:) - এর শাহাদাৎ দিবস । ২৫৪ হিজরী সালের ৩ রজব ত্রয়দশ আব্বাসীয় খলীফা আল- মু'তাযযের নির্দেশে ইমাম হাদী ( আ:)কে যে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়। তাঁর ইমামত কাল ছিল ৩৩ বছর । শাহাদাতের সময় তাঁর বয়স হয়েছিল ৪০ বছর মতান্তরে ৪২ বছর এবং কারো কারো মতে আরো বেশী ।
এখন আমরা ইমাম হাদী ( আ : ) - এর কতিপয় অমিয় বাণী নীচে উল্লেখ করছি :
১. ইমাম হাদী ( আ:) বলেন :
الحِکْمَةُ لَا تَنْجَعُ فِيْ الطِّبَاعِ الْفَاسِدَةِ
হিকমত ( প্রজ্ঞাপূর্ণ বাণী ) ফাসিদ ( দুর্নীতি পরায়ণ corrupt ) প্রকৃতির ব্যক্তিদের অন্তরে প্রভাব বিস্তার করে না ।
২. ইমাম হাদী ( আ:) বলেন :
الْمُصِیْبَةُ لِلصَّابِرِ وَاحِدَةٌ وَ لِلْجَازِعِ اثْنَانِ
ধৈর্যশীল ব্যক্তির ( সাবির ) মুসিবত ( বিপদ ) হচ্ছে একটি এবং ( বিপদাপদে ভীত হয়ে ) অস্থির চিত্ত অধৈর্যশীল ব্যক্তির ( জাযি' جَازِع ) মুসিবত হচ্ছে দুটি ।
৩. ইমাম হাদী ( আ: ) বলেন :
مَنْ رَضِيَ عَنْ نَفْسِهِ , کَثُرَ السّاخِطُوْنَ عَلَیْهِ .
যে ব্যক্তি শুধু নিজের ব্যাপারে সন্তুষ্ট থাকবে তার প্রতি অসন্তুষ্ট ব্যক্তিদের সংখ্যা বেশি হবে । ( অর্থাৎ আত্মতুষ্ট ব্যক্তির প্রতি অসন্তোষ প্রকাশকারীদের সংখ্যা অধিক ; এ ধরনের ব্যক্তিকে কেউ পছন্দ করে না । )
৪. ইমাম হাদী ( আ :) বলেন :
اُذْکُرْ مَصْرَعَکَ بَیْنَ یَدَيْ أَهْلِکَ ,فَلَا طَبِیْبَ یَمْنَعُکَ وَ لَا حَبِیْبَ یَنْفَعُکَ.
ঐ সময়ের কথা স্মরণ করো যখন তুমি তোমার পরিবারের মোকাবেলায় দাঁড়াও ( অর্থাৎ স্বীয় পরিবারের সাথে তোমার দ্বন্দ্ব ও ঝগড়া , বিবাদ এবং মতপার্থক্য হতে থাকে অর্থাৎ স্বামী - স্ত্রীর মাঝে সুসম্পর্ক বিদ্যমান থাকে না এবং কার্যত তারা পরস্পর শত্রুতে পরিণত হয় ) ; আর এমতাবস্থায় কোনো চিকিৎসক না তোমার মৃত্যু ঠেকাতে পারবে ، না কোনো বন্ধু তোমার উপকার সাধন করতে পারবে ।
৫. ইমাম হাদী ( আ: ) বলেন :
اَلْمَقَادِیْرُ تُرِیْکَ مَا لَا یَخْطُرُ بِبَالِکَ
ভাগ্য তোমাকে এমন সব বিষয় দেখায় যা তুমি কখনো চিন্তাও কর নি এবং ভেবেও দেখ নি ।
৬. ইমাম হাদী ( আ:) বলেন :
اَلنَّاسُ فِي الدُّنْیَا بِالأَمْوَالِ ، وَ فِيْ الْأٰخِرَةِ بِالْأَعْمَالِ .
এ দুনিয়ায় ( পার্থিব জগতে ) মানুষের ব্যক্তিত্বের মূল্যায়ন হয় অর্থ ও ধনসম্পদের ভিত্তিতে এবং আখেরাতে ( পরকাল ) তার ( মানুষ ) ব্যক্তিত্বের মূল্যায়ন হবে তার সৎ কর্মের ভিত্তিতে ।
৭.ইমাম হাদী ( আ: ) বলেন :
اَلْهَزْلُ فَکَاهَةُ السُّفَهَاءِ وَ صَنَاعَةُ الْجُهَّالِ
ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে নির্বোধ ও আহমকদের আনন্দ এবং মুর্খ ও অজ্ঞদের কর্ম ।
৮.ইমাম হাদী আ বলেন :
اَلسَّهْرُ أَلَذُّ لِلْمَنَامِ ، وَ الْجُوْعُ یَزِیْدُ فِيْ طِیْبِ الطَّعَامِ .
( ইবাদৎ বন্দেগীর জন্য) রাত জাগরণ ঘুমকে অধিক মধুর ও সুখকর করে এবং ক্ষুধা খাবারের স্বাদ বৃদ্ধি করে ।
৯. ইমাম হাদী আ বলেন :
أَکْثِرْ مِنَ الاِسْتِغْفَارِ وَ الْحَمْدِ ، فَإِنَّکَ تُدْرِکُ بِذٰلِکَ الْخَیْرَ کُلَّهُ .
( মহান আল্লাহর কাছে) অধিক অধিক ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) ও (তাঁর) প্রশংসা - স্তুতি (হামদ)
কর ; তাহলে এই ইস্তগফার ও প্রশংসা-স্তুতির মাধ্যমে সকল কল্যাণ ও মঙ্গল লাভ করবে ।
১০ . ইমাম হাদী ( আ:) বলেন :
لَا تَطْلُبِ الصَّفَا مِمَّنْ کَدَّرْتَ عَلَیْهِ ، وَ لَا الْوَفَاءَ لِمَنْ غَدَرْتَ بِهِ ، وَ لَا النُّصْحَ مِمَّنْ صَرَفْتَ سُوْءَ ظَنِّهِ إِلَیْهِ ، فَإِنَّمَا قَلْبُ غَیْرِکَ کَقَلْبِکَ لَهُ .
যার জীবনকে তুমি তিমিরাচ্ছন্ন করেছ তার কাছ থেকে আন্তরিকতা ও স্বচ্ছতা অন্বষণ ( প্রত্যাশা ) করো না ; যার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা করেছ তার কাছ থেকে প্রত্যাশা করো না যে সে তোমার প্রতি বিশ্বস্ত থাকবে ; যে ব্যক্তির ব্যাপারে তুমি কুধারণা পোষণ করেছ তার কাছ থেকে তুমি প্রত্যাশা করতে পার না যে সে তোমার কল্যাণ কামী হবে ও তোমাকে হিতোপদেশ দেবে । কারণ তোমার হৃদয় অন্যের প্রতি যেমন অন্যের হৃদয়ও তোমার প্রতি ঠিক তেমন ।
১১ . ইমাম হাদী ( আ:) বলেন :
رَاکِبُ الْحَرُوْنِ ،أَسِیْرُ نَفْسِهِ ، وَ الْجَاهِلُ أَسِیْرُ لِسَانِهِ
যে ব্যক্তি নিশ্চল ও স্থির বাহনে চড়ে বা আরোহন করে সে স্বীয় নফসের ( প্রবৃত্তি ও রিপু ) কাছে বন্দী হয়ে যায় এবং জাহিল ( অজ্ঞ ) স্বীয় জিহ্বার ( অজ্ঞতা ) কাছে বন্দী থাকে । ( অর্থাৎ
নিশ্চল ও স্থির বাহনে চড়া ও আরোহণে মানুষের মনে এক ধরনের গর্ব ও অহংকারের উদ্ভব হয় যা তার (মানুষ ) প্রবৃত্তি ও রিপু প্রসূত । )
মহান আল্লাহ আমাদেরকে ইমাম আলী আল - হাদী ( আ: ) - এর প্রজ্ঞাপূর্ণ এ সব অমিয় বাণী আমল ও পালন করার তৌফিক দিন । পবিত্র কুরআন অনুশাসন , মহানবী ( সা: ) এবং তাঁর আহলুল বাইত ( আ: ) - এর শিক্ষা ও সুন্নাহ যদি আমরা ঠিক ভাবে মেনে চলি তাহলে আমরা জীবনের সব ক্ষেত্রে উন্নতি করতে পারব এবং আমাদের জীবন হবে সুন্দর ও শান্তিপূর্ণ ।#
সূত্র : শেখ আব্বাস কোম্মী প্রণীত নেগহী বে যেন্দেগনীয়ে চাহরদাহ মা'সূম ( আ: ) , পৃ : ৪৪৬-৪৪৮ থেকে সংকলিত ও অনূদিত
অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান