‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

১১ মে ২০২০

১০:০০:১৬ AM
1035700

মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২২১ জনসহ ১,০০৭ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

ভারতের মহারাষ্ট্রে একদিনে ২২১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টার মধ্যে ২২১ পুলিশ সদস্যের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ১৮ জন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার ২০৩ জন পুলিশ সদস্য রয়েছেন। আজ (সোমবার) গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): এদিকে, ২২১ টি নয়া ঘটনা যুক্ত হওয়ায় করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা এক হাজার সাত জনে পৌঁছেছে। এদের মধ্যে ১০৬ জন কর্মকর্তা ও ৯০১ জন পুলিশকর্মী। কেবলমাত্র মুম্বাই পুলিশেরই ৩৯৪ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ের কয়েকটি থানা, রিজার্ভ ফোর্স করোনা আক্রান্ত হয়েছে।     

ভারতে এ পর্যন্ত মোট ৬৭ হাজার ১৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ হাজার ২০৬ জন। আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় দেশের ৪ হাজার ২১৩ টি নয়া সংক্রমণ এবং ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৯১৭ জন।

করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মহারাষ্ট্র। এখানে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ১৭১। এবার কনটেইনমেন্ট জোনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরাও করোনার কবলে পড়েছেন।

আসলে দেশে এপর্যন্ত যত করোনা আক্রান্ত হয়েছে তাঁর প্রায় এক-তৃতীয়াংশ মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে এ পর্যন্ত ২২ হাজার ১৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৮৩২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ১৯৯ জন।

মহারাষ্ট্রের মুম্বাইতে ৮৭৫ টি নয়া ঘটনার সাথে শহরটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৬৪-তে দাঁড়িয়েছে। এখানে নতুন করে ১৯ জনের মৃত্যু হওয়ায় মুম্বাইতে মৃতের সংখ্যা ৫০৮ জনে পৌঁছেছে।

এদিকে, মধ্য মুম্বাইয়ের আর্থার রোড কারাগারের ৮১ জন বন্দি ও ২৬ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। কারাগারটিতে করোনা আক্রান্ত বন্দির সংখ্যা বেড়ে ১৫৮ তে পৌঁছেছে।   

মুম্বাইয়ের আর্থার রোড কারাগারটি শহরের বৃহত্তম এবং উচ্চ প্রোফাইল কারাগার। কারাগারের ধারণ ক্ষমতা প্রায় ৮০০ হলেও বর্তমানে সেখানে ২ হাজার ৮০০ জনেরও বেশি বন্দি রয়েছে। করোনার সঙ্কটের প্রথমদিকে মহারাষ্ট্র সরকার ১১০০ বন্দিকে জামিনে মুক্তি দিয়েছে।#   

342/