‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

১৮ মে ২০২০

৯:০৪:০৮ AM
1037871

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ১২০

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ৪ হাজার ৯৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯০ হাজার ৯২৭। এছাড়া, গত একদিনে ১২০ জন মারা গেছে। করোনায় এপর্যন্ত মোট ২ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোট ৩৪ হাজার ১০৯ জন সুস্থ হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ (রোববার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। সরকারি হিসাব অনুযায়ী- মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

মহারাষ্ট্রে এ পর্যন্ত ৩০ হাজার ৭০৬ জন আক্রান্ত এবং ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১ হাজার ৬০৬ জন আক্রান্ত ও ৬৭ জনের মৃত্যু হয়েছে।

এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ১০ হাজার ৯৮৮ জন আক্রান্ত এবং ৬২৫ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১ হাজার ৫৭ জন আক্রান্ত এবং ১৯ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে ১০ হাজার ৫৮৫ জন আক্রান্ত এবং ৭৪ জন মারা গেছে।

চতুর্থ স্থানে রয়েছে রাজধানী দিল্লি। এখানে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৩৩, মৃত ১২৯।

পশ্চিমবঙ্গে ২ হাজার ৫৭৬ জন আক্রান্ত এবং ২৩২ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১১৫ নয়া সংক্রমণ ও ৭ জনের মৃত্যু হয়েছে।

রাজস্থানে ৪ হাজার ৯৬০ জন আক্রান্ত, মৃত ১২৬।

মধ্য প্রদেশে ৪ হাজার ৭৮৯ জন আক্রান্ত, মৃত ২৪৩।

এসব ঘটনা ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে।#