‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

৮ জুলাই ২০২০

৮:০৪:৫৯ AM
1053387

ভারতে ৭ লাখ ৪২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত, মৃত ২০,৬৪২

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৪২ হাজার ৪১৭ জনে পৌঁছেছে এবং এ পর্যন্ত মোট ২০ হাজার ৬৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৫২ টি নয়া সংক্রমণ হয়েছে। একইসময়ে ৪৮২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ৪ লাখ ৫৬ হাজার ৮৩১ জন সুস্থ্ হওয়ায় বর্তমানে ২ লাখ ৬৪ হাজার ৯৪৪ জন সক্রিয় করোনা রোগী রয়েছে।

করোনায় মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্য প্রদেশ প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে।

করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে ভারতের মহারাষ্ট্র রাজ্য সবার উপরে রয়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত ৯ হাজার ২৫০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ২২৪ জন মারা গেছে। মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার ১২১ জন।

রাজধানী দিল্লিতে করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ১৬৫। আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৩১ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে ৫০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ১ হাজার ৯৭৭ জন করোনা রোগী মারা গেছে। রাজ্যটিতে মোট ৩৭ হাজার ৫৫০ জন করোনা আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৭৮ টি নয়া সংক্রমণ ও ১৭ জন প্রাণ হারিয়েছে।

তামিলনাড়ুতে ১ হাজার ৬৩৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৯৪।

উত্তর প্রদেশে করোনায় প্রাণ হারিয়েছে ৮২৭ জন। আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৯৬৮

পশ্চিমবঙ্গে ৮০৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৮৩৭ জন। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৮৫০ টি নয়া সংক্রমণ ও ২৫ জনের মৃত্যু হয়েছে। এসব তথ্য ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যে একনাগাড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।#

342/